ভোটার তালিকা স্ক্রুটিনি নিয়ে তৃণমূলের দ্বিতীয় বৈঠক বসতে চলেছে আজ। থাকবেন স্ক্রুটিনি কমিটির অন্যতন সদস্য তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ৬ মার্চ তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে স্কুটিনি কমিটির প্রথম বৈঠক হয়। জেলা সভাপতিরাও সেদিন উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই ঠিক হয় শনিবার দ্বিতীয় বৈঠকটি হবে ভারচুয়ালি। এদিনের বৈঠকে স্ক্রুটিনি কমিটির সদস্য ও জেলা সভাপতিরা ছাড়াও সব সাংসদ, বিধায়ক, সব পুরনিগমের কাউন্সিলর, পুরসভাগুলির চেয়ারম্যান, এবং সব জেলা পরিষদের সভাধিপতিরাও উপস্থিত থাকবেন।

স্বভাবতই, দলের অভ্যন্তরে সর্বস্তরের নেতাদের মধ্যে অধীর কৌতূহল এই নিয়ে যে অভিষেক ব্যানার্জী কি শুধুই ভোটার তালিকায় ভূত খোঁজা সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন নাকি তা ছাপিয়ে আদতে আরও কিছু বার্তা দেবেন ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × four =