বাঙালি নির্যাতনের প্রতিবাদে সংসদের বাইরে বিক্ষোভ অভিষেকের!

বাঙালির উপর অত্যাচার ও অপমান নিয়ে সংসদে শুরু থেকেই তীব্র প্রতিবাদ করছে তৃণমূল। ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ থেকে বিহারের SIR ইস্যুতে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের অন্যান্য সাংসদরাও এই ইস্যুতে পাশে দাঁড়িয়েছে তৃণমূলের। বিহারের SIR এবং ভোটচুরির অভিযোগে ইন্ডিয়া জোটের বিক্ষোভেও শামিল হন তৃণমূল সাংসদরা। নির্বাচন কমিশনের SIR এর বিরুদ্ধে গত কয়েক দিন ধরেই সংসদের ভিতরে এবং বাইরে সরব হচ্ছে বিরোধী দলগুলি। বিরোধীদের বিক্ষোভের জেরে বার বার মুলতুবি হয়েছে সংসদের অধিবেশন। এই পরিস্থিতিতে কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে এ বার ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সরব হল তৃণমূল।

শুক্রবার সকালে সংসদ চত্বরে কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তৃণমূলের লোকসভা এবং‌ রাজ্যসভার সাংসদেরা। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ‘নির্বাচন কমিশন ছিঃ ছিঃ’ বলে স্লোগান দিতে দেখা যায় তৃণমূল সাংসদদের। হাতে ছিল গেরুয়া রঙের পোস্টার, যাতে বাংলায় লেখা ‘ভোট চুরি’। অভিষেকের হাতে ধরা একটি ব্যানারে বাংলাতেই লেখা ছিল ‘চুপি চুপি ভোট চুরি’। এদিন সংসদের অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে মকরদ্বারের সামনে তুমুল প্রতিবাদ জানান তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। জাতীয় সংগীতের অপমান দেশদ্রোহিতার সমান, বাংলা ও বাঙালির অপমান মানছি না মানব না, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী ও বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন জবাব দাও স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংসদ চত্বর। ইন্ডিয়া জোটের অন্যান্য দলের সাংসদরাও এই বিক্ষোভে শামিল হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 4 =