একটা ম্যাজিক্যাল ডেলিভারিতে শুবমান গিলকে ফিরিয়েছেন পাকিস্তানের আবরার আহমেদ। বল বুঝতে না পেরে ৪৬ রানে বোল্ড হন গিল। বাংলাদেশ ম্যাচে সেঞ্চুরি করা গিল পাকিস্তান ম্যাচে যেই ছন্দে ছিলেন তাতে তাঁর থেকে বড় ইনিংসের প্রত্যাশা করা হয়েছিল, তিনি সেই ছন্দের ইঙ্গিতও দিয়েছিলেন। বিরাটের সঙ্গে পার্টনারশিপে ম্যাচ শেষ করার পরিকল্পনা থাকলেও সেটা হয়নি। ম্যাজিক্যাল ডেলিভারি করে গিলকে ফিরিয়ে আবরার আহমেদকে যা প্রশংসা করা হয়েছিল, সেটা এক মুহূর্তে শেষ হয়ে যায় তাঁর সেলিব্রেশনের জন্য। যার জেরে ট্রোলিংয়ের মুখে পড়েছেন তিনি। শুবমান গিলকে ফেরানোর পর দেখা যায়, আবরার আহমেদ দুই হাত বগলে ঢুকিয়ে গিলের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছেন ও মাথা নাড়িয়ে গিলকে মাঠের বাইরে বেরিয়ে যেতে বলছেন। গিলও পাল্টা তাকান আবরারের দিকে।

এই সেলিব্রেশন করার পর কটাক্ষের মুখে পড়েছেন আবরার। কারণ গিল যখন আউট হয়েছেন, সেই সময় ভারত সুবিধাজনক জায়গায় ছিল। এই পরিস্থিতিতে এই ধরনের সেলিব্রেশনের ফলে ভারতের মনোবল আরও বেড়ে যায় এবং বিরাট কোহলি তেতে ওঠেন বলে মন্তব্য করেন অনেকে। এক সমর্থক লেখেন, ‘গিলকে শূন্য রানে আউট করলে আবরারের এই সেলিব্রেশনটা মানা যেত, কিন্তু গিল হাফ সেঞ্চুরির দোরগোড়ায় থাকায় তাঁকে আউট করে সেলিব্রেশনের কোনও অর্থ নেই।’ কেউ কেউ আবরারের সেলিব্রেশনকে বিরক্তিকর বলে বর্ণনা করেন। ম্যাচে অবশ্য আবরার আহমেদ বলার মতো কিছু করতে পারেননি। ১০ ওভার বল করে মাত্র একটাই উইকেট নিয়েছেন। দিয়েছেন ২৮ রান। তাও বিরাট কোহলি স্পিনারদের না খেলার পরিকল্পনার জন্য তাঁকে বেশি রান দিতে হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =