এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর আহত ওই পরীক্ষার্থীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় শান্তিপুর হাসপাতালে। সূত্রের খবর, শান্তিপুর থানার সূত্রাগড় এলাকার বাসিন্দা এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে রবিবার সন্ধ্যায় ফোন করে ঘোড়ালিয়ায় তার বাড়ীতে ডেকে নিয়ে যায় তারই এক বান্ধবী। অভিযোগ, বাড়িতে গেলে বান্ধবীর বাবা লোহার রড দিয়ে ওই ছাত্রকে মারধর করে। অভিযোগ ঘটনায় মাথা ফেটে আহত হন ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরে ওই ছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। আক্রান্ত ছাত্রের অভিযোগ, পুলিশ কে অভিযোগ জানালে তাকে আবারও মারধর করার হুমকি দিয়েছে ওই ব্যক্তি। এরপর আক্রান্তর বাড়িতে খবর দিলে পরিবার অভিযুক্ত-এর নামে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনায় আক্রান্ত ছাত্রর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বেক্তিকে গ্রেফতার করে। ধৃতর বিরুদ্ধে BNS এক্ট এ মামলা রুজু করে আজ আদালতে পাঠাবে পুলিশ।