ইডির পর এবার শহরে তৎপর সিবিআই !

আলিপুর নিউ রোডের কাছে গণেশ কোর্ট আবাসনের ৫ তলায় এক ব্যবসায়ীর ফ্লাটে ঢুকেছে সিবিআই। এই ব্যবসায়ী বিরুদ্ধে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে কয়েকশো কোটি প্রতারণার অভিযোগ রয়েছে। সূত্ৰের খবর, সেই অভিযোগের ভিত্তিতেই তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। এই অভিযান ঘিরে সকাল সকাল কলকাতা ও নিউটাউন এলাকায় বেশ কিছু জায়গায় সিবিআই তৎপরতা তুঙ্গে।
ব্যাঙ্ক জালিয়াতি মামলায় তল্লাশিতে শহরজুড়ে শুরু হয়েছে ইডির তল্লাশি। কলকাতা নিউটাউন-সহ ৫টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই টিম।সূত্রের খবর আলিপুর নিউ রোডের কাছে গণেশ কোর্ট আবাসনের ৫তলায় এক ব্যবসায়ীর ফ্লাটে ঢুকেছে সিবিআই। এই ব্যবসায়ী বিরুদ্ধে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে কয়েকশো কোটি প্রতারণার অভিযোগ রয়েছে।সূত্ৰের খবর, সেই অভিযোগের ভিত্তিতেই তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। এই অভিযান ঘিরে সকাল সকাল কলকাতা ও নিউটাউন এলাকায় বেশ কিছু জায়গায় সিবিআই তৎপরতা তুঙ্গে।গত বৃহস্পতিবারই ইডির আইপ্যাক দফতর ও আইপ্যাকের প্রধানের বাড়িতে হানা দেওয়া ঘিরে তুমুল উত্তপ্ত হয় রাজনৈতিক প্রেক্ষাপট। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতরে।এই পরিস্থিতিতে, এক সপ্তাহ যেতে না যেতেই ইডির পর ফের সিবিআই তৎপরতা বাংলায়। যা ঘিরে শুরু হয়ে গিয়েছে জল্পনা। সূত্রের খবর, আশা কেজরিওয়াল নামে এক ব্যবসায়ীর বাড়িতে সিবিআই তল্লাশি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + twenty =