করোনা মহামারী থেকেই বিশ্বভারতীতে বন্ধ হয়ে গিয়েছে বসন্ত উৎসব যদিও এবছর বিশ্বভারতীতে বসন্ত উৎসব হওয়ার সম্ভাবনা থাকলেও বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার কারণে হেরিটেজ নষ্ট করতে এবারও দোল পূর্ণিমার দিন বিশ্বভারতীতে হচ্ছে না বসন্ত উৎসব তার পরিবর্তে আগামী ১১ই মার্চ বিশ্বভারতীতে হতে চলেছে বসন্ত উৎসব।
বিশ্বভারতীর পাশাপাশি এবার শান্তিনিকেতনের সোনাঝুড়িতেও দোল পূর্ণিমার দিন বন্ধ হয়ে গেল বসন্ত উৎসব। রবিবার বনদপ্তরের তরফ থেকে সোনা ঝুড়িতে বিশেষ নির্দেশিকা জারি করে ঘোষণা করা হয় যে সোনা ঝুড়ির পরিবেশ রক্ষার্থে এবছর বসন্ত উৎসবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ওই সোনা ঝুড়িতে এবার থেকে পর্যটকরা কোন ছবি ভিডিও বা রিলস বানাতেও পারবেন না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে, যদিও এ বিষয়ে বনদপ্তর বিভাগ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।