তৃণমূল বিধায়কের মেয়ে-জামাইয়ের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। কেন জোরপূর্বক বাঁশ, টিন দিয়ে ঘিরে জমি দখল করা হচ্ছে ! তার প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি বলে অভিযোগ। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়কের জামাই। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রানাভুটিয়া এলাকায়। এই ঘটনা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। এবং আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হোক।
অভিযোগ, এই অঞ্চলের পরিচিত জমি মাফিয়া ও তার দলবল প্রাক্তন তৃণমূলের ৩ বারের বিধায়ক নির্মল মণ্ডলের মেয়ে-জামাই জমি জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে। অভিযোগকারীর দাবি’ তার নামে প্রায় ৪ একর ৪ শতক জমি রয়েছে, যার সমস্ত বৈধ নথিপত্র তাদের কাছে রয়েছে। সেই জমির থেকে প্রায় দু বিঘে জমি তারা দখল করার জন্য ভয় দেখাতে শুরু করে। এমনকি ইতিমধ্যেই সেই জমিতে বাঁশ ও টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে। অভিযোগ, প্রতিবাদ করলে তাকে এক প্রকার প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। প্রাণ সংশয়ের হাত থেকে বাঁচতে তিনি নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সূত্রের খবর, এটাই প্রথম নয়, এর আগেও জমি মাফিয় ও তার দলবলের বিরুদ্ধে একই ধরনের একাধিক অভিযোগ উঠেছে। এই অঞ্চলে বেশ কিছুদিন ধরেই জমি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে চলেছে। জমির প্রকৃত মালিকদের ভয় দেখিয়ে, জোরপূর্বক জমি দখল করা এবং পরে তা অন্যত্র বিক্রি করার একাধিক ঘটনা ঘটেছে। তবে আশ্চর্যের বিষয়, এত অভিযোগ সত্ত্বেও প্রশাসনের তরফ থেকে কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে।