রাতের অন্ধকারে আসানসোলে শুটআউটের অভিযোগ ?

আসানসোলের কুলটিতে শুটআউট ! অভিযোগ গতকাল সন্ধ্যার পর বাইকে চড়ে পুরসভার এক কর্মীর পিছু ধাওয়া করে পরপর গুলি চালাল দুই দুষ্কৃতী। হাড়হিম করা সেই হত্যাকাণ্ডের ভিডিও ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। জখম যুবককে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ। তবে এখনও পলাতক দুষ্কৃতীরা। কী কারণে এই হামলা, কারাই বা হামলা চালাল, সেসব উত্তর খুঁজছেন তদন্তকারীরা। শুটআউটের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম জাভেদ বারিক। তিনি কুলটির থানার নিয়ামতপুরের রহমান পাড়ার বাসিন্দা। গতকাল রাতের দিকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন জাভেদ। রাস্তার সিসিটিভি ক্যামেরার ধরা পড়েছে, রাস্তায় দু’জন বাইক নিয়ে অপেক্ষা করছিল। জাভেদ সেখান দিয়ে হেঁটে যেতেই তার পিছনে ধাওয়া করে খুব কাছ থেকে কপাল লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এবং তারপর দ্রুত বাইক নিয়ে উধাও হয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে জাভেদ। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 11 =