এক বছর পরই বাংলা দখল করে নেবে বিজেপি। সংসদ ভবনে দাঁড়িয়ে একটি বিলের উপর জবাবি ভাষণ দিতে গিয়ে পুরোদস্তুর রাজনীতির কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাভাবিকভাবেই প্রতিবাদ এল তৃণমূলের তরফ থেকে।

এদিন লোকসভায় ত্রিভুবন সহকারি ইউনিভার্সিটি বিলের উপর জবাবি ভাষণে অমিত শাহ দাবি করেন ২৬-র পরই ‘বাংলায় পদ্ম ফুটবে, আয়ুষ্মান ভারত প্রকল্পও চালু হবে।’ অমিত শাহ এদিন লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ আনেন। তিনি বলেন, “দেশের বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। রাজধানী দিল্লিও দখল করেছে। সেখানকার মানুষ এতদিন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতেন না। এবার থেকে পাবেন। তাঁরা চিকিৎসা ক্ষেত্রে ৫ লাখ টাকার সুবিধা পাবেন। সংসদে দাঁড়িয়ে অমিত শাহর এই দাবিকে অবশ্য গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। তৃণমূল বলছে, সংসদে দাঁড়িয়ে শাহের করা ওই দাবির যে বিশেষ গুরুত্ব নেই সেটা আগের ফলাফলেই স্পষ্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =