পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি! ইমেলে এসেছে সেই বার্তা । সূত্রের খবর গতকাল গভীর রাতে লোকভবনের আধিকারিকদের ইনবক্সে পৌঁছয় ওই মেসেজ, যেখানে স্পষ্টই লেখা, রাজ্যপালকে “উড়িয়ে দেওয়া হবে”।
বিষয়বস্তু পড়েই রাতেই নড়েচড়ে বসেন দায়িত্বপ্রাপ্ত কর্তারা । জরুরি বৈঠক ডাকেন, রাজ্যপালের নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি শুরু হয় তদন্তও। হুমকি মেলের বিষয়টি দ্রুত জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে।
লোকভবন সূত্রের খবর, রাজ্যপালকে ঘিরে বাড়তি সতর্কতা নিয়ে ইতিমধ্যেই যৌথভাবে কাজ শুরু করেছে কলকাতা পুলিশ ও সিআরপিএফ । মাঝরাতেই শীর্ষদফতরে বৈঠকে বসেন নিরাপত্তা বাহিনীগুলির কর্তারা – সম্ভাব্য ঝুঁকি, তার মোকাবিলার কৌশল, সব দিকই বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে।
‘জেড প্লাস’ নিরাপত্তা থাকা সত্ত্বেও এই রকম হুমকি । হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রাজ্যপালকে লক্ষ্য করে এর আগেও বেশ কয়েকবার হুমকি এসেছে বলেই জানান লোকভবনের কর্তারা।
এদিকে হুমকির মধ্যেই রাজ্যপাল আনন্দ বোস জানিয়েছেন, শুক্রবার, আজ তিনি নিরাপত্তারক্ষী ছাড়াই রাস্তায় নামবেন। ঘনিষ্ঠ মহলে তাঁর কথায়, “বাংলার মানুষই আমাকে রক্ষা করবেন।” তাঁর এই ঘোষণা ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
