রাখি পূর্ণিমায় সুকৃতি ফাউন্ডেশনের অভিনব উদ্যোগ।

বসিরহাটের ছোটো জিরাকপুরের রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম। রাখি পূর্ণিমার দিনটিকে স্মরণীয় করে তুলতে ও সবার মনে আলোড়ন জাগাতে রাখি পূর্ণিমায় সুকৃতি ফাউন্ডেশানের অভিনব উদ্যোগ। জাতি নির্বিশেষে সকলের সাথে এই দিনটি ভাগ করে নিতে সুকৃতি ফাউন্ডেশানের প্রয়াস “একটি গাছ একটি প্রাণ ও একটি রাখী” ! বসিরহাটের ছোটো জিরাকপুরের রামকৃষ্ণ সত্যানন্দআশ্রমের সকল বাচ্চাদের হাতে রাখী পরিয়ে রাখি বন্ধন উদযাপন ‘সুকৃতি’র। শুধু বাচ্চাদের নয় রাখি বেঁধে দেওয়া হলো গাছেও। পাশাপাশি কিছু খাবারের ব্যবস্থাও করা হয়।

গাছপালা না থাকলে আমদের বেচেঁ থাকার অস্তিত্ব নেই। সুকৃতি ফাউন্ডেশনের সদস্যদের বক্তব্য ,মানুষকে আরো একবার মনে করিয়ে দেওয়া সবাই যেন বঙ্গভূমির ভালোবাসাকে ভরিয়ে দিয়ে গাছ লাগায়। আমাদের যেমন শ্বাস প্রশ্বাস নিতে, বেচেঁ থাকতে প্রয়োজন অক্সিজেনের। আর অক্সিজেনের জোগানে দরকার গাছ লাগানো। তাই রাখি বেঁধে গাছকেও রাখি বন্ধনের একটি অংশ করে নিলো ‘সুকৃতি’র সদস্যরা। আগামী দিনেও এভাবেই সবার পাশে থাকার ,সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে চায় সুকৃতি ফাউন্ডেশন। .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 4 =