দোলের আগেই মধ্যরাতে ভূমিকম্প! কেঁপে উঠল লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের উৎসস্থল কার্গিল। জাতীয় ভূকম্প পরিমাপ কেন্দ্র জানিয়েছে, ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।রাত ২টো ৫০ মিনিটে হঠাৎই কম্পন অনুভূত হওয়ার পরে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কেউ কেউ সমাজমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তবে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পদহানির খবর মেলেনি।প্রসঙ্গত, হিমালয় পার্বত্য এলাকায় অবস্থিত লাদাখ এমনতিই ভূকম্পপ্রবণ। প্রায়ই সেখানে ভূমিকম্পের ঘটনা ঘটে।