মহানগরীতে ফের অগ্নিকাণ্ড, নিজের বাড়িতেই দগ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির। এবার ঘটনাস্থল সল্টলেক এলাকা।সূত্রের খবর এদিন রাত দশটা নাগাদ D.A ব্লকে চার নাম্বার বাড়িতে আগুন লাগার ঘটনায় ঝলসে মৃত্যু হলো গৃহকর্তা। ঘটনার খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু। ৪৭ বছর বয়সী মৃতের স্ত্রী এবং পরিবারের লোকের সঙ্গে কথা বলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তি সল্টলেকের বাড়িতে বৃদ্ধা মা স্ত্রী এবং ছয় বছরের মেয়েকে নিয়ে থাকতেন। বাড়ির নিচে একটি টায়ারের দোকান রয়েছে। এদিন সন্ধ্যা থেকে ঘরে একাই ছিলেন ওই ব্যাক্তি। আচমকাই প্রতিবেশীরা তিন তলার পেছনের ঘর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখি বেরিয়ে আসেন। ওই মৃত বৃদ্ধা মা, স্ত্রী এবং কন্যা বেরোতে পারলেও আটকে পড়েন গৃহকর্তা। এরপর ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন এবং প্রায় ৩০ মিনিট চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে, তবে দমকলের প্রাথমিক অনুমান জ্বলন্ত সিগারেটটা থেকে অগ্নিসংযোগ হতে পারে।সূত্রের খবর মৃতের ঘরে সিলিং- এর কাজ চলছিল সেই দাহ্যবস্তু থেকে আগুন মুহুর্তের মধ্যে ভয়ংকর আকার নেয় বলে মনে করা হচ্ছে। কীভাবে আগুন তা খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ।