পাসপোর্ট জালিয়াতিতে আরও এক গ্রেফতারি, একই আধার নম্বর ব্যবহার করে একাধিক নামে পাসপোর্ট বানানোর চেষ্টা করার অভিযোগে। এক ব্যক্তিকে শিয়ালদহ স্টেশন থেকে গ্রেফতার করল ভদ্রেশ্বর থানার পুলিশ। বৃহস্পতিবারই তাঁকে চুঁচুড়া আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

চন্দননগর পুলিশ কমিশনারেট জানুয়ারি মাসে জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত থাকার অপরাধে তিনজনকে গ্রেফতার করেছিল। তাঁদের জেরা করেই আরো এক জনের নাম জানতে পারেন তদন্তকারীরা। বাগুইআটির জ্যাংড়া এলাকার এই বাসিন্দা শুধু আধার নম্বর ব্যবহার করেই যে পাসপোর্ট বানাতেন তা নয়, ভুয়ো নথি দিয়েও জাল পাসপোর্ট বানানোর কারবার ছিল তাঁর। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে চলেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 8 =