কয়েকদিনের ব্যবধানে ফের মালদায় শুটআউট। জানা গিয়েছে গতকাল রাতে মালদার ইংরেজবাজার থানার অমৃতি গ্রাম পঞ্চায়েতের কানাইপুর এলাকায় গুলিবিদ্ধ হন আতিকুল মোমিন নামে এক তৃণমূল কর্মী। পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ সেই সময়ে মোটরবাইক আরোহী দুষ্কৃতীরা তাঁর পিঠ লক্ষ্য করে গুলি চালায়। জখম হয়ে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপরই স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনায় কে বা কারা জড়িত, আর কোন উদ্দেশ্যে ওই তৃণমূল কর্মীর উপরে গুলি চালাল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
Home উত্তরবঙ্গ