কাশ্মীরে ফের সন্ত্রাসবাদীদের নিশানায় ভারত সেনা। জানা গিয়েছে, এদিন দুপুরে কাশ্মীরের রাজৌরিতে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। পালটা গুলি চালিয়েছে সেনাও। তবে গোটা ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি। হামলার পরে গোটা এলাকায় সতর্কতা জারি হয়েছে।
সূত্রের খবর ফাল গ্রামে সেনাবাহিনীর গাড়ি যখন পেট্রোলিং করছিল, সেই সময় জঙ্গল থেকে আচমকা ঝাঁকে ঝাঁকে গুলি উড়ে আসে। সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায় সেনাবাহিনীও। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। তল্লাশি চলছে। কে বা কারা এই হামলার পিছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।