মেঘ কাটিয়ে রোদের দেখা মিললেও দক্ষিণবঙ্গের আকাশ থেকে দুর্যোগ এখনই কাটবে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণের ৮ জেলায় দুর্যোগের সম্ভাবনা বেশি। কলকাতাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হরিয়ানা এবং নাগাল্যান্ডের জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। পূবালী অক্ষরেখা ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত। ফলে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে যাবে। এইসবের কারণে উইকেন্ড দুর্যোগপূর্ণ হতে চলেছে। এদিন শিলাবৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে অবহাওয়া সূত্রে খবর। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ায় বৃষ্টি বাড়বে। রবিবার পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হবে। সোমবারে ভিজবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর। কালিম্পং এবং দার্জিলি-এ সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে। আপাতত দু-তিন দিন তাপমাত্রার পারদ খানিকটা হলেও কমবে মনে করছে হাওয়া অফিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − eleven =