শান্তিপুরের ১ নং গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের রাস্তার বেহাল দশা।ভোট আসে ভোট যায় মেলেনা সুরাহা,প্রাণ হাতেই চলছে যাতায়াত, শুরু রাজনৈতিক তরজা। শান্তিপুর ব্লকের বেলগড়িয়া এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের রাস্তার বেহাল দশা। ইতিমধ্যেই বেশ কয়েকটি নির্বাচনের বৈতরণী পার করেও কোন রাস্তার নতুন করে সংস্করণ হয়নি। ফলে এলাকার মানুষ ভাঙ্গা কঙ্কাল সার রাস্তা দিয়েই প্রতিনিয়ত প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।স্থানীয় সূত্রে খবর এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোন নজরদারি নেই। যাতায়াতের ক্ষেত্রে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। গ্ৰামে পাকা পিছের রাস্তা হয়নি বলে গ্রামের ছেলেমেয়েদের বিবাহ হচ্ছে না এমনই দাবি করছেন। মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে সমস্যাই পড়তে হয় রাস্তার কারণে।সূত্রের খবর অনেক সময় ভাঙা রাস্তার কারণে রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাস্তাতেই রোগীর মৃত্যু ঘটে বলে অভিযোগ ।