ফের কি ধীরে ধীরে বাংলাদেশে জাগ্রত হচ্ছে আওয়ামী লিগ? ফিরবেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? আন্তর্জাতিক রাজনৈতিক মহলে এখন এই নিয়েই চলছে বিস্তর জল্পনা। বাংলাদেশে হয়েছে আইনজীবীদের ভোট, আর সেই নির্বাচনেই জিতে গিয়েছেন আওয়ামী লিগ সমর্থিত প্রার্থী।

জানা যাচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যানর্বাহী কমিটির নির্বাচন ২০২৫-এ নির্বাচন ছিল। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে এই ভোটগ্রহণ পর্ব চলে। এরপরে শুরু হয় গণনা। রাত্রি সাড়ে আটটার দিকে শেষ হয় ভোট গণনা। তখনই সামনে চলে আসে নির্বাচনের ফল।
সূত্রের খবর বিএনপি জামাত প্যানেলের চেয়ে আওয়ামী লিগপন্থীরা বেশি আসন পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। এ দিনের নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ২২৪ জন। তাঁদের মধ্যে ২০২ জন ভোট দান করেছেন। এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ৩টি প্যানেলে এবং একজন স্বতন্ত্রসহ ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জানা যাচ্ছে ,আওয়ামী লিগ সমর্থিত প্যানেলে ৬টি পদে জয়ী হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =