পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করল পাকিস্তান এবং বাংলাদেশ। এ বার দুই দেশের কূটনীতিক এবং সরকারি আধিকারিকদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ইসলামাবাদ এবং ঢাকা। বুধবার ঢাকায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী মহসিন নকভি। সেখানেই এই ভিসাবিহীন প্রবেশাধিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, দুই দেশে যাঁদের কাছে কূটনৈতিক এবং সরকারি পাসপোর্ট থাকবে, তাঁদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে দুই দেশ যৌথ ভাবে সম্মত হয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। তবে ঠিক কবে থেকে এই ভিসাবিহীন চলাচল শুরু হবে, তার উল্লেখ করা হয়নি।
বুধবারের বৈঠকে স্থির হয়েছে সন্ত্রাসবাদ দমন, অভ্যন্তরীণ নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার রোধের মতো বিষয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ এবং পাকিস্তান। দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে। পাকিস্তানের তরফ থেকে এই কমিটির নেতৃত্বে থাকবেন অভ্যন্তরীণ মন্ত্রকের সচিব খুররম আঘা। তা ছাড়া পুলিশি প্রশিক্ষণের বিষয়েও দুই দেশ একে অপরের সঙ্গে সহযোগিতা করবে বলে বৈঠকে স্থির হয়েছে। খুব শীঘ্রই বাংলাদেশের একটি প্রতিনিধিদল ইসলামাবাদের ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমিতে যাবে।