শেখ শাহজাহানের সাহায্যে সন্দেশখালিতে বাংলাদেশী অনুপ্রবেশকারী?

শেখ শাহজাহানের সাহায্যে সন্দেশখালিতে প্রবেশ করে যাবতীয় নথি বানিয়ে সরকারি পরিষেবা পাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা দাবি স্থানীয় বাসিন্দাদের।
সূত্রের খবর সন্দেশখালি দুই নম্বর ব্লকের অন্তর্গত কোড়াকাঠি গ্রাম পঞ্চায়েতের ২৩৫ নম্বর বুথে অবৈধ ভাবে বসবাস করছে বেশ কিছু বাংলাদেশি পরিবার। স্থানীয় বাসিন্দাদের দাবি কয়েক বছর আগে এই সমস্ত বাংলাদেশী অনুপ্রবেশকারীরা সন্দেশখালীর বহিষ্কৃত জেল বন্দি তৃণমূল নেতা শেখ শাহাজাহানের সাহায্যে নিয়ে সন্দেশখালি এলাকায় প্রবেশ করেছিল। তারপর শেখ শাহাজাহানের সাহায্য নিয়েই তারা এদেশের যাবতীয় নথি তৈরি করে ফেলে বলেই অভিযোগ। নথি তৈরি করার পরে লক্ষ্মীর ভান্ডার, রেশন সহ নানান ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শাহিন গাজী নামে এক বাংলাদেশী এই এলাকার স্থায়ী বাসিন্দা জমির গাজীকে বাবা সাজিয়ে অবৈধভাবে বসবাস করছে। এই শাহীন গাজী বর্তমানে তামিলনাড়ুতে জামাকাপড় ফেরিওয়ালার কাজ করেন। এর পাশাপাশি ওই এলাকারই মর্জিনা বিবি নামে এক গৃহবধূ, কাকা নূরালী গাজী কে বাবা বানিয়ে বাস করছে বলেও অভিযোগ করছেন তারা। স্থানীয় বাসিন্দাদের দাবি এই মর্জিনা বিবি বাংলাদেশী। কিন্তু মর্জিনা বিবির পাল্টা দাবি তিনি এই এলাকারই বাসিন্দা‌, তার স্বামী বাংলাদেশী।
মর্জিনা বিবির স্বামী গফুর মোল্লা বলেন, আমার বাড়ি বাংলাদেশের পারুলী গরুর হাট এলাকায়। অবৈধভাবে আমি এখানে প্রবেশ করি তারপর আমি আর বাংলাদেশী ফিরে যাইনি। এই গফুর মোল্লার আজও পর্যন্ত কোন ভোটার কার্ড তৈরি হয়নি। ভোটার কার্ড ছাড়া তিনি আধার কার্ড, খাদ্য সুরক্ষার কার্ড প্যান কার্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি বানিয়ে ফেলেছেন। ভোটার কার্ড ছাড়া কিভাবে তিনি এই সমস্ত নথি বানিয়েছেন তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। আদৌও কি এইসব অবৈধ বাংলাদেশিদের ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবেন নির্বাচন কমিশন না তারা বহাল তবিয়তে তৃণমূল নেতাদের সহযোগিতায় এই ভারতে বসবাস করবে? তা নিয়ে রাজনৈতিক মহলের অন্দরেই উঠছে প্রশ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 10 =