এক মাস আগে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমালেও আবার এক মাসের মধ্যে ফের দাম বাড়ানোর সিদ্ধান্ত তেল সংস্থাগুলির। শনিবার থেকে গোটা দেশে ৭ টাকা করে বাড়ানো হলো ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া তো দূরের কথা, ফের চাপে ফেলল কেন্দ্রের তেল সংস্থাগুলি।
ইন্ডিয়ান অয়েল-এর বর্ধিত মূল্য অনুযায়ী কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ১ মার্চ থেকে হচ্ছে ১,৯১৩ টাকা। ফেব্রুয়ারি মাসে এই দাম কমে হয়েছিল ১,৯০৭ টাকা করে। ফলে ফের প্রভাব পড়তে চলেছে শহর তথা দেশের রেস্টুরেন্ট ও খাবারের ব্যবসায়ীদের উপর।
সূত্রের খবর তেল সংস্থাগুলির সিদ্ধান্ত অনুযায়ী ১ মার্চ থেকে দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়ালো ১.৮০৩ টাকা। জানা যাচ্ছে বাণিজ্য নগরী মুম্বাইতে দাম বেড়ে দাঁড়ালো ১,৭৫৫.৫০ টাকা। ফেব্রুয়ারিতে দুই ধাপে ৬ টাকা করে বাণিজ্যিক গ্যাসের দাম কমানো হলেও তা যে আসলে গিমিক ছিল মার্চের শুরুতেই আবার তা প্রমাণ করে দিল দেশের তেল সংস্থাগুলি।