বিহারেরয় জয়ে ডায়মন্ডহারবারে আক্রান্ত বিজেপি !

বিহারে বিজেপি ও জেডিইউ জোটের ল্যান্ড স্লাইড ভিকট্রির পর শুক্রবারই উল্লাসে মাতেন বঙ্গ বিজেপির কর্মী সমর্থকরা। মুরলি ধর সেন লেনে রাজ্য বিজেপির দফতর হোক বা রাজ্য বিজেপির সল্টলেকের অফিস, দুই জায়গাতেই দেখা যায় বিজেপি কর্মীদের উচ্ছ্বাস। ঢাক-ঢোল বাজিয়ে , আবির মেখে উদযাপন করে বিজেপি কর্মী সমর্থকেরা।আর সেই আবহেই বিহারে এনডিএ-র জয় উদযাপন করতে গিয়ে ডায়মন্ডহারবারে আক্রান্ত হয়েছেন একাধিক বিজেপি নেতা। সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন বিজেপি সাংসদ , কেন্দ্রীয় মন্ত্রী, সুকান্ত মজুমদার। অভিযোগ আক্রান্ত হয়েছেন ডায়মন্ডহারবারের বিজেপির সাধারণ সম্পাদক, ২ নম্বর মণ্ডল সভাপতি, ৫ নম্বর মণ্ডল সভাপতি সহ একাধিক নেতা।

সুকান্ত মজুমদারের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতপুষ্ট দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন বিজেপির একাধিক নেতা। সুকান্ত মজুমদারের অভিযোগ বিজেপি নেতাদের শরীরে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে। মাথা ফাটিয়ে দেওয়ার হয়েছে। প্রতিটি আঘাতের বদলা নেওয়া হবে বলে হুঙ্কারও দেন সুকান্ত মজুমদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × three =