তৃণমূল নেতা নিদান দেওয়ার পরেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে বিজেপি সাংসদ। সাংসদকে ঘিরে বিক্ষোভ।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।মালদা জেলার রতুয়া বিধানসভার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। চলতি বছরে ওই এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে ভাঙন। নদী গর্ভে চলে যাচ্ছে বাড়ি। হয়নি ভাঙন সমস্যার সমাধান।সেখানে গিয়ে এদিন মহানন্দাটোলায় প্রবল বিক্ষোভের মুখে পড়েন সাংসদ। এলাকার মানুষের অভিযোগ, তারা ভোট দিচ্ছেন। কিন্তু কেউ তাদের ভাঙন সমস্যা নিয়ে কাজ করছে না।প্রত্যেক বছর বর্ষায় এলেই একের পর এক বাড়ি, জমি বাগান তলিয়ে যাচ্ছে নদীগর্ভে। কিন্তু স্থায়ী কোন সমাধান হচ্ছে না।যখন ভাঙন শুরু হচ্ছে শুধুমাত্র তখন অস্থায়ী ভাবে বোল্ডার ফেলে কাজের চেষ্টা হচ্ছে। কিন্তু তাতে কোন লাভ হচ্ছে না।
অন্যদিকে খগেনের দাবী, তিনি ইতিমধ্যেই অধিবেশনে নির্দিষ্ট মন্ত্রকে এই নিয়ে আবেদন জানিয়েছেন। এর আগেও কেন্দ্র টাকা দিয়েছে সমস্যা সমাধানের জন্য। রাজ্যের সদিচ্ছা নেই। রাজ্য সহযোগিতা করছে না। যদিও এই নিয়ে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর পাল্টা অভিযোগ ,মানুষের অনেক আগে উচিত ছিল সাংসদকে এই বিক্ষোভ দেখানোর। তৃণমূল এই নিয়ে আন্দোলন করছে দাবি জানাচ্ছে। কিন্তু কেন্দ্র কোন কাজ করছে না। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।