দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রের ধাঁচে ছাব্বিশের ভোটের আগে বাংলাতেও ভুয়ো ভোটার ঢোকানোর ছক কষছে বিজেপি! আগেভাগে সতর্ক হচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তেমনই ইঙ্গিত মিলেছে। হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লি, লোকসভার পর এই ৩ রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। বিরোধীদের অভিযোগ, তিন রাজ্যেই সুপরিকল্পিতভাবে ভূতুড়ে ভোটার ঢুকিয়ে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে। বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনকেও নিশানা করেছে বিরোধী শিবির।

২০২৬ এর ভোটে বাংলাতেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে এবার আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একই সঙ্গে তাঁর দাবি, বাংলায় চেষ্টা করেও পারবে না বিজেপি। বাজেট ভাষণ শেষে মুখ্যমন্ত্রী বলেন, একটি ভুতুড়ে রাজনৈতিক দলের কাজ হল ভোটার তালিকায় ভুয়ো নাম তোলা, মন্তব্য মুখ্যমন্ত্রীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 4 =