জয়নগরে বোমা বিস্ফোরণ মৃত বেড়ে ২ !

জয়নগরের বকুলতলা থানার অন্তর্গত হানারবাটি গ্রামে গত ১৫ই জুলাই বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুই। উল্লেখ্য গত মঙ্গলবার ১৫ই জুলাই বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরনে গুরুতর জখম হয়েছিলেন কালাম শেখ ও তার স্ত্রী মানসুরা বিবি সহ এক আত্মীয় ভাই আনিস শেখ। জানা যায় ২২ শে জুলাই হসপিটালে মৃত্যু হয় আনিস শেখের। আজ মৃত্যু হয় কালাম শেখের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কালাম শেখের স্ত্রী মনসুরা বিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − three =