প্রচুর পরিমাণেও বোমা উদ্ধার করলো মারগ্রাম থানার পুলিশ।সূত্রের খবর বীরভূমের মারগ্রাম থানার কালুহা গ্রামপঞ্চায়েতের মহুল্লাপাড়া গ্রামের নিকট ক্যানেলের পাড়ে, ঝোপের মধ্যে একটি বালতিতে ৮ থেকে ১০ পিস তাজা বোমা উদ্ধার করে মারগ্রাম থানার পুলিশ। এলাকাটাকে পুলিশ পাহারায় ঘিরে রাখা হয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে এই বালটি ভর্তি তাজা বোমা রেখেছে তার তদন্ত শুরু করেছে মারগ্রাম থানার পুলিশ। এর ফলে প্রতাপপুর গ্রামের এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।