বেআইনি ফেনসিডিল উদ্ধার করতে গিয়ে আক্রান্ত BSF,BSF-র পক্ষ থেকে মথুরাপুর এলাকায় মোট ১০ জনের নামে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ। সদ্রতার সঙ্গে অভিযুক্তদের খোঁজের তল্লাশি চালাচ্ছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এদিন BSF কর্মীরা খবর পাই মথুরাপুরের রিভার পাম্পের ভিতরে ফেনসিডিল মজুদ করা হয়েছে পাচারের উদ্দেশ্যে । এই খবর পেয়ে BSF কর্মীরা কৃষ্ণগঞ্জের মথুরাপুরের রিভার পাম্পে তল্লাশি চালাতে গেলে BSF কর্মীদের উপর ঝাপিয়ে পড়ে এলাকার মহিলারা। BSF সূত্রে খবর সামনের সারিতে মহিলারা থাকলেও পিছনের দিকে ছিল এলাকার দুষ্কৃতীরা । যেহেতু অল্প পরিমাণ BSF কর্মী যাওয়ায় প্রথমেই BSF-র গাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা । এরপরে প্রচুর BSF কর্মি যায় ঘটনাস্থলে । BSF-র পক্ষ থেকে মথুরাপুর এলাকায় মোট ১০ জনের নামে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ জানানো হয়েছে । তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ।