শুভেন্দু অধিকারীকে থানায় ডাকতে পারবে না পুলিশ’, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রাক্তন IPS তথা তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় শুভেন্দু অধিকারীকে থানায় ডাকতে পারবে না পুলিশ। জিজ্ঞাসাবাদ যা করার, তা ভার্চুয়াল মাধ্যমেই করতে হবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ওই মামলায় সাত দিনের মধ্যে চাঁচল থানায় বিরোধী দলনেতাকে হাজির হতে হবে বলে নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু আদালত জানাল, থানায় ডাকা যাবে না শুভেন্দুকে। আগামী ৬ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।
প্রসূনকে নিয়ে যে মন্তব্য করেছিলেন শুভেন্দু, তা নিয়েই আদালতে যান তৃণমূল নেতা। সেই মামলায় শুভেন্দুকে হাজির হতে বলে চাঁচল থানা। পুলিশের সেই নোটিস নিয়ে আদালতে যান শুভেন্দু। আর তাতেই এদিন আদালত জানিয়ে দিল, শুভেন্দুকে থানায় ডাকতে পারবে না পুলিশ।
মালদা সফরে গিয়ে সম্প্রতি প্রসূনকে আক্রমণ করেন শুভেন্দু। এর পাল্টা প্রসূন জানান, তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন শুভেন্দু।ই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রসূন। সেই মতো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়। নোটিস পাঠানো হয় শুভেন্দুকে। সশরীরে হাজিরা দেওয়ার পাশাপাশি, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে বলা হয়। সেই নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে, বিষয়টিকে গুরুত্বও দিতে চাননি তিনি। এর পর পুলিশের সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যান শুভেন্দু।
