১৭ টি পুজো কমিটি এবার অংশ নেবে শ্রীরামপুরের কার্নিভালে। সকাল থেকে শুরু হয়েছে আল্পনা দেওয়া। কার্নিভালের শুরুতেই থাকবে ট্যাবলো। জানা গিয়েছে মাহেশ স্নান পিঁড়ি মাঠ থেকে শুরু হয়ে বটতলা পর্যন্ত হবে কার্নিভাল। উপস্থিত থাকবেন সাংসদ মন্ত্রী জেলা পরিষদের সভাধিপতি সহ বিধায়করা। পাশাপাশি জেলা প্রশাসনের আধিকারীক, জেলা শাসক, চন্দননগর পুলিশ কমিশনার, হুগলি গ্রামীন পুলিশ সুপার ও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন থাকবে প্রায় ৭০০ পুলিশ।
Home জেলা