আরজি কর মামলায় সুপ্রিম কোর্টে এদিন চলছে দ্বিতীয় শুনানি। এদিন শুনানির সময় উঠে আসে ঘটনার দিনের সিসটিভি ফুটেজের প্রসঙ্গ। এদিন শুনানির শুরুতেই সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে মৃত্যুর সময়, শংসাপত্র দেওয়ার সময় নিয়ে। সেই সূত্রেই প্রশ্ন ওঠে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ নিয়েও।
এদিন রাজ্যকে আদালত প্রশ্ন করে ঘটনার দিনের সমস্ত সিসিটিভি ফুটেজ সিবিআইকে দেওয়া হয়েছে কি না? সেই সময় রাজ্য জানায় সমস্ত ফুটেজ দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। CBI-র দাবি, ২৭ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে ৪ টি ক্লিপিংসে। শুনানির সময় পরে আবার আদালতের তরফে জিজ্ঞেস করা হয়, অভিযুক্ত ঢোকার পর কারা ঢুকেছে? সেই বিষয়গুলির ফুটেজ আছে কি না। অভিযুক্ত ঢোকার পর থেকে শুরু করে গোটা সিসিটিভি ফুটেজ কি সিবিআইয়ের হাতে আছে? প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তখন ফের সিবিআই জানায় তাদের কাছে ২৭ মিনিটের ফুটেজ রয়েছে। তখনও পাল্টা রাজ্য জানায় পুরো সময়ের ফুটেজই দেওয়া হয়েছে।