মহাকাশ গবেষণায় নয়া মাইল ফলকের জন্য তৈরি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এদিন ইসরো প্রধান জানালেন, চন্দ্রযান ৫ এর জন্য কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র মিলেছে। চন্দ্রযান ৩-এর সাফল্যে ইতিহাস তৈরি করেছে ভারত। এর পর গত বছরই চন্দ্রযান-৪ অভিযানের জন্য অনুমোদন দিয়েছিল কেন্দ্র। এবার কেন্দ্রের ছাড়পত্র মেলায় চন্দ্রযান ৫-এর জন্যও তৈরি হবে ইসরো।

চাঁদে অনুসন্ধান এবং পরীক্ষা-নিরিক্ষার জন্য রোভার ‘প্রজ্ঞান’কে পাঠানো হয়েছিল চন্দ্রযান ৩-এর সঙ্গে। ওই রোভার যন্ত্রটির ওজন ছিল ২৫ কেজি। এ বার আরও বেশি ওজনের রোভার যন্ত্র চন্দ্রপৃষ্ঠে পাঠাতে চায় ইসরো। এদিন ইসরো-কর্তা জানান, চাঁদের পৃষ্ঠদেশে অনুসন্ধানের জন্য চন্দ্রযান-৫ যে রোভারটি নিয়ে যাবে, সেটির ওজন হবে ২৫০ কেজি। বস্তুত চাঁদের পৃষ্ঠদেশ নিয়ে গবেষণার জন্যই চন্দ্রযান কর্মসূচি শুরু করে ইসরো। ২০০৮ সালে চন্দ্রযান-১ সফল ভাবে উৎক্ষেপিত হয়। সেটির মাধ্যমে চাঁদের রাসায়নিক, খনিজ এবং ফটো-জিয়োলজিক ম্যাপিং করা হয়। তার পরে ২০১৯ সালে চন্দ্রযান-২ সম্পূর্ণ সাফল্য পায়নি। ইসরো প্রধান জানান, লক্ষ্যে সফল না-হলেও চন্দ্রযান ২-এর উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা থেকে প্রচুর ছবি পাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − 2 =