পূর্ণাঙ্গ বাজেটে ১২ লক্ষ টাকা আয় পর্যন্ত করমুক্ত ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। এবার আয়করের চাপ কমানোর পরে GST হার কমানোর কথাও ভাবছে কেন্দ্র সরকার। মনে করা হচ্ছে এবার থেকে কেন্দ্র সরকার ১২ শতাংশ জিএসটির স্ল্যাব বাতিল করতে পারে। আর এই স্ল্যাবের অধীনে যে সমস্ত পণ্য পরে, সেগুলির উপরে ৫ শতাংশ কিংবা প্রয়োজন অনুসারে ১৮ শতাংশ জিএসটি ধার্য করা হতে পারে। এর উদ্দেশ্য হল জিএসটি হারের কাঠামোকে যৌক্তিক করা এবং মানুষের কনসাম্পশন বাড়ানো।

২০২৩ সালের এপ্রিল মাসে ৬০০ পণ্যকে ১৮ শতাংশের জিএসটি স্ল্যাবে রেখেছিল এবং ২৭৫টি পণ্য ছিল ১২ শতাংশ জিএসটির স্ল্যাবে, ২৮০টি পণ্য ছিল ৫ শতাংশ জিএসটি স্ল্যাবের অধীনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 4 =