গীতাপাঠের অনুষ্ঠানের দিন চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার ৩। সূত্রের খবর পুলিশের হাতে গ্রেফতার সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দু চক্রবর্তী। ধৃত সৌমিক গোলদার উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা। হুগলির উত্তরপাড়ার তরুণ ভট্টাচার্য ও অশোকনগরের স্বর্ণেন্দু চক্রবর্তী গ্রেফতার। ভাইরাল ফুটেজ খতিয়ে দেখে ৩ জনের খোঁজ, খবর পুলিশ সূত্রে। ৭ ডিসেম্বর গীতা পাঠের দিন ‘আমিষ খাবার বিক্রি’ করায় বিক্রেতাকে মারধরের অভিযোগ। ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর, স্টল ভাঙচুরের অভিযোগ। জানা গিয়েছে প্যাটিস বিক্রেতাকে মার, ময়দান থানায় অভিযোগ দায়ের করে সিপিএম।
Home রাজনীতি
