দুর্গাপুজোর পর এবার কালী আরাধনায় আনন্দে মেতে উঠবে বাঙালি। আগামী সোমবার রাজ্য ছুড়ে পালিত হবে দীপাবলি। আজ থেকেই আলোর উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ বিকেলে গিরিশ পার্কের ফাইভ স্টার ক্লাবের পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এর পর জানবাজার এবং পার্ক স্ট্রিট এলাকা-সহ বেশ কিছু পুজোর উদ্বোধনের কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রীর নিজের বাড়িতে প্রত্যেক বছর কালীপুজো হয়। পাশাপাশি কলকাতার বেশ কয়েকটি বড় বড় পুজো মন্ডপের উদ্বোধন করেন তিনি। আজ বিকেল থেকেই সেই কর্মসূচি শুরু হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর।