মোদি সরকারের আনা ওয়াকফ আইনের প্রতিবাদে, মুর্শিদাবাদের অশান্তির আঁচ ঠান্ডা হওয়ার আগেই অগ্নিগর্ভ হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এই অবস্থায়, বুধবার, সুপ্রিমকোর্টে রয়েছে ওয়াকফ মামলার শুনানি। আর আজই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম এবং মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রথম থেকেই বিরোধিতায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতার প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। এরপর আজ বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জিন ও বুদ্ধিজীবীদের সভায় উপস্থিত থাকবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখান থেকে কী বার্তা দেন মমতা সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × four =