ফের একবার কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালু হোক। সোমবার, লন্ডনের হাই কমিশনের পর মঙ্গলবার শিল্পসভাতেও একই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ”কলকাতা-বিমান সরাসরি বিমান চালু করুন। মাত্র ৮ ঘণ্টার যাত্রাপথ। ব্রেক জার্নির ফলে সেটা ১৮ ঘণ্টা লাগে। সোমবার লন্ডনে ভারতীয় হাই কমিশনে বসে এই কথা উল্লেখ করে সরাসরি বিমান পরিষেবার দাবি জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, লন্ডনের থেকে বাংলা বেশি দূরে নয়। কিন্তু একটা সরাসরি বিমান চাই। এদিন, শিল্পসভায় ফের সেই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ব্রিটিশ এয়ারওয়েজকে বিনীত অনুরোধ। যাঁরা প্রথম আসবেন, তাঁদের জ্বালানিতে ছাড় দেব। অন্ডালে গ্রিন এয়ারপোর্ট চালু হয়েছে। একটাও সিট খালি থাকবে না। আমরা প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছি।

মুখ্যমন্ত্রী বলেন, “আগে এই বিমান পরিষেবা ছিল। আমরা ক্ষমতায় আসার আগে বন্ধ করে দেওয়া হয়। কেন জানি না। তবে এখন বিমানের সমস্ত আসন ভর্তি থাকে। এই পরিষেবা চালু করলে আপনাদের ব্যবসা বাড়বে। আমরা জ্বালানিতে ছাড় দিয়ে দেব। যারা প্রথম এগিয়ে আসবে তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − eleven =