‘কোনও ধর্মকে অপমান চলতে পারে না। আপনারা ধর্মীয় কার্ড খেলছেন।’ বিধানসভায় বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন এদিন বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা বিরোধিতা করেন বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়করা এদিন কালো জাম পরে উপস্থিত হয়েছিলেন বিধানসভায়। মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন পকেট থেকে কাগজ ছিঁড়ে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।
এ দিনের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওঁরা প্ল্যান করে কোনওদিন স্পিকার, তো কোনওদিন মুখ্যমন্ত্রীকে অপমান করছেন। সংখ্যালঘু ভাই-বোনরা নিশ্চিন্তে থাকুন। মাইনরিটি মেজরিটি মিলিয়ে একসঙ্গে থাকুন। এটাই আমাদের সংস্কৃতি। বিরোধী দলনেতার নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা জামাকাপড়ের মতো দলের আদর্শ বদলায়, তাঁদের আমি লিডার মনে করি না, মন্তব্য মুখ্যমন্ত্রীর।