শালবনিতে জিন্দলদের অধিগৃহীত কারখানার জমিতে আগেই গড়ে উঠেছে সিমেন্ট কারখানা। এবার ১৬ হাজার কোটিরও বেশি টাকা খরচ করে ৮০০ মেগা ওয়াট করে দু’টি পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে। সোমবার দুপুরে যার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। থাকবেন জিন্দল কর্তারাও।
প্রশাসন সূত্রের খবর, সোমবার রাতে মেদিনীপুরের সার্কিট হাউসে থাকবেন মুখ্যমন্ত্রী। পরের দিন মেদিনীপুরের কলেজ মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। তারমধ্যে অন্যতম গোয়ালতোড়ের সোলার পাওয়ার প্ল্যান্ট। ওই মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে উপভোক্তাদের সরকারি সুবিধা বিতরণও করবেন মুখ্যমন্ত্রী। শালবনি এবং মেদিনীপুর শহরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।