কাশ্মীরের পহেলগামে গত বাইশে এপ্রিল জঙ্গি হামলার ঘটনার পরে এই প্রথম জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে মুখোমুখি বসতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৪টে ৪৫-এর মধ্যে তাঁদের মধ্যে বৈঠক হওয়ার কথা।সূত্রের খবর, নবান্নে নির্ধারিত বৈঠকে কোনও প্রশাসনিক প্রতিনিধি উপস্থিত থাকবেন না। দুই মুখ্যমন্ত্রী একান্তে কিছু সময় কথা বলবেন। বাংলার তরফে এই বৈঠকেকে ‘সৌজন্যমূলক’ বলা হলেও, মনে করা হচ্ছে কাশ্মীরের সাম্প্রতিক হামলা, এনআইএ অভিযান, সীমান্ত নিরাপত্তা থেকে জাতীয় রাজনীতির বর্তমান সমীকরণ- একাধিক প্রসঙ্গ উঠে আসতে পারে আলোচনায়।
পহেলগামে জঙ্গি হামলা ও অপারেশন সিন্দুর-এর প্রেক্ষিতে দুই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ রাজনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওমরের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বাংলার মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক মহলের মতে, পহেলগাম হামলার পরে দেশের নিরাপত্তা পরিস্থিতি ও কেন্দ্রীয় নীতির নানা দিক নিয়েই আলোচনা হতে পারে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে। জম্মু-কাশ্মীরের শীর্ষ নেতার কলকাতা সফর ও রাজ্য সরকারের সঙ্গে বৈঠক একাধিক ইঙ্গিতবাহী বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এরপর কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।