রীতিমাফিক আমন্ত্রণ জানিয়েছিলেন রেল কর্তৃপক্ষ। কিন্তু আগামী ২২ অগস্ট বাংলায় রেলের একগুচ্ছ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক মঞ্চে দেখা যাবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনটাই খবর নবান্ন ও তৃণমূল সূত্রে।
২২ অগস্ট কলকাতায় তিনটি মেট্রো প্রকল্প উদ্বোধন হওয়ার কথা। এক সময়ে রেলমন্ত্রী হিসেবে মমতা ওই প্রকল্পগুলির পরিকল্পনা করেছিলেন বলে দাবি তৃণমূলের। যে প্রকল্পগুলি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, সেগুলি দীর্ঘদিন ধরেই তৈরি হয়ে রয়েছে। কিন্তু সেগুলি কোনও অজানা কারণে উদ্বোধন করা হয়নি বলে অভিযোগ তৃণমূলের।
রাজ্যের শাসকদলের দাবি, ভোটের আগে প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্যই এই প্রকল্পগুলি তৈরি হওয়ার পরেও তার উদ্বোধন করা হয়নি। তবে তৃণমূল নেতৃত্ব এ নিয়ে পাল্টা প্রচারের পথে হাঁটতে পারেন। রুট নির্বাচন থেকে স্টেশনের নামকরণ, এই প্রকল্পগুলিতে মুখ্যমন্ত্রীর অবদান কতটা, প্রচারে এ সবই তুলে ধরা হতে পারে।
এর আগে ‘’বন্দে ভারত” এর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। সেখানে এক দল বিজেপি সমর্থক মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে ‘’জয় শ্রীরাম’’ ধ্বনি দিয়েছিলেন। তার আগে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানেও তাঁকে উদ্দেশ করে ‘’জয় শ্রীরাম’’ ধ্বনি তোলা হয়েছিল। সূত্রের খবর, এ বারে রেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর না যাওয়ার এটাও অন্যতম কারণ।