বাসের ছাদে কয়লা পাচার। বীরভূমের চন্দ্রপুরে আটক কংগ্রেসের ব্লক সভাপতি। অভিযোগ বীরভূমে যাত্রীবাহী বাসের ছাদে বস্তায় করে লুকিয়ে চলছিল কয়লা পাচার। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ কয়লা আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত বাসের চালক ও কন্ডাক্টরকে আটক করা হয়েছে। আটক কন্ডাক্টর বুদ্ধদেব দাস রাজনগর ব্লক কংগ্রেস সভাপতি। শুধু তাই নয়, ওই বাসের মালিক তৃণমূলের রাজনগর শ্রমিক সংগঠনের সভাপতি মানিক সেন। তৃণমূল শ্রমিক নেতার বাসে কয়লা পাচারের ঘটনায় শোরগোল পড়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।