বীজপুর বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়া অঞ্চল জুড়ে ক্রমাগত বেড়ে চলেছে পথদুর্ঘটনা। বারংবার সচেতনতার বার্তা দিয়েও পথদুর্ঘটনা অব্যাহত। গত কয়েকদিন আগেই কাঁচরাপাড়ায় পথদুর্ঘটনায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। আর এবার সচেতনতার বার্তা দিলেন কাঁচরাপাড়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর শম্ভুনাথ বোস। কবিগুরু রবীন্দ্র পথ জোড়া মন্দির সংলগ্ন এলাকার রাস্তায় যে বাম্পারগুলি রয়েছে ,সেই বাম্পারগুলিতে সাদা রং দিয়ে মার্কিং করলেন ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর শম্ভুনাথ বোস। নিজ হাতে তুলি তুলে নিলেন কাউন্সিলর এবং সাদা রং দিয়ে দাগ টানলেন বাম্পারগুলির উপরে।