৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু? মেদিনীপুর মেডিক্যাল কলেজের বিরুদ্ধে অভিযোগ!

চলতি বছরের জানুয়ারিতে পশ্চিম মেদিনীপুরের যে হাসপাতালে রিঙ্গার্স ল্যাকটেট কাণ্ডে একাধিক প্রসূতির মৃত্যু হয়েছিল। ঠিক সেই হাসপাতালে ফের এক অন্তঃসত্ত্বা মৃত্যুর অভিযোগ উঠল। সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মারা যান এক নয় মাসের অন্তঃসত্ত্বা। মৃতা শিখা দে দাস বেলদা থানার নাহাপার গ্রামের বাসিন্দা। ওই ঘটনায় হাসপাতালের সিসিইউ ওয়ার্ডের বাইরে বিক্ষোভ দেখিয়েছে মৃতার পরিবার। তাদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মারা গিয়েছেন শিখা।

বিষয়টি নিয়ে মেডিক্যাল কলেজের সুপার ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জমা পড়েছে। এদিন গোটা বিষয়টি নিয়ে আলোচনায় বসেছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক, মেডিক্যাল কলেজের সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপারদের নিয়ে হয়েছে বৈঠক। প্রশাসন সূত্রের খবর, রাজ্য স্বাস্থ্য দফতর থেকে আসছেন দুই সদস্যের প্রতিনিধিদল, তাঁরা বিষয়টি খতিয়ে দেখবেন। স্বাস্থ্য দপ্তরের তরফে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ জন স্বাস্থ্য ভবনের তরফে থাকবেন এবং আরও একজন জেলা প্রশাসনের তরফে থাকবেন। এছাড়া, মেদিনীপুর মেডিক্যাল কলেজের তরফেও গঠন করা হয়েছে তদন্ত কমিটি। মেডিক্যাল কলেজের সুপার তিনি বলেন, আমরা তদন্ত কমিটি গড়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বিষয়টি স্পষ্ট হবে। পরিবারের ক্ষতি অপূরনীয়। সমবেদনা জানানোর ভাষা নেই। জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিক তিনি বলেন, আমার কাছে পরিবারের তরফে অভিযোগ জমা পড়েছে। তদন্ত কমিটি গড়া হয়েছে। রাজ্য থেকে দুই সদস্যের প্রতিনিধি দল আসছে। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 15 =