বছরখানেক ধরেই বাংলার প্রেক্ষাগৃহে বাংলা সিনেমার ব্রাত্য থাকার অভিযোগ। বর্তমানে রাজ্যজুড়ে যখন বাঙালি অস্মিতায় শান দেওয়া হচ্ছে, তখন সেই আবহেই বাংলা সিনেমাকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন দেব, সৃজিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ টলিউডের তাবড় পরিচালক-প্রযোজকরা।
এবার, ১৪ আগস্ট বহু প্রতীক্ষিত বাংলা সিনেমা ‘ধূমকেতু’র রিলিজ। ওই একই দিনে মুক্তি পাচ্ছে যশরাজ ফিল্মস প্রযোজিত বলিউডের মেগাবাজেট সিনেমা ‘ওয়ার ২’। তাই এবার সম্ভবত ‘ওয়ার ২’ মুক্তির প্রাক্কালে ‘ধূমকেতু’র জন্য একজোট হয়ে কোমর বেঁধে মাঠে নেমেছে টলিউড। বাংলা সিনেমাকে বাঁচাতে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি গিয়েছে।
জানা গিয়েছে, সেই চিঠিতে স্বাক্ষর করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রযোজক শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, দেব, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ বাংলা সিনেদুনিয়ার তাবড় পরিচালক-প্রযোজকরা। যার জেরে বৃহস্পতিবার, ৭ আগস্ট নন্দনে অরূপ বিশ্বাসের তরফে বৈঠক ডাকা হয়েছে।