ঘাটালের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্র সরকারের নির্লিপ্ত ভূমিকা নিয়ে সংসদে মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে তিনি সরাসরি অভিযোগ করেন—এই প্রকল্পের প্রতি কেন্দ্রের কোনও সদিচ্ছা নেই, এবং বাংলার মানুষকে নিয়মিতভাবে ঠকিয়ে চলেছে কেন্দ্র।
দেবের প্রশ্নে সংসদে অস্বস্তিতে পড়ে যায় কেন্দ্র। ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি এমন উদাসীনতা নিয়ে রাজ্য রাজনীতিতেও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দেব স্পষ্টভাবে জানান, ঘাটাল মাস্টার প্ল্যান এখন শুধুই নথিতে সীমাবদ্ধ। বাস্তবে তার কোনও অগ্রগতি নেই, আর কেন্দ্র শুধু প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে। তৃণমূলের অভিযোগ, বাংলার উন্নয়নমূলক প্রকল্পগুলিকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখছে কেন্দ্র। আর ঘাটালের মতো প্রকল্প তার অন্যতম উদাহরণ।