জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের ভিড় দিঘার জগন্নাথ মন্দিরে।

এই বছরই প্রথম দিঘার মন্দিরে পালন করা হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী। প্রথমবার দিঘার জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠান। তাই শ্রীকৃষ্ণের পুজোয় কোনও খামতি না রাখতে এলাহি আয়োজন করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে।

গতকাল সন্ধ্যা থেকেই শুরু হয় পুজোর প্রস্তুতি। এ দিন মদনমোহনের পুজো উপলক্ষ্যে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের ইস্কনের মন্দিরের সন্ন্যাসীরাও। জন্মদিনে মদনমোহনের অভিষেকের জন্য তামিলনাড়ু, কেরালা, উত্তরাখণ্ড-সহ দেশের মোট ১০৮টি পবিত্র তীর্থক্ষেত্রের জল নিয়ে আসা হয়েছে। সেই জল দিয়েই হবে শ্রীকৃষ্ণের অভিষেক অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরাও এই অভিষেক ক্রিয়ায় অংশ নিতে পারবেন।

দিঘার জগন্নাথধামে শনিবার জন্মাষ্টমীর অনুষ্ঠানের দিনেও প্রচুর ভক্তের ভিড় হবে বলেও অনুমান করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে কোনও আপস করা হবে না বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 3 =