বেগুন তোলাকে কেন্দ্র করে সাতসকালে বচসার ।এক প্রৌঢ়কে খুনের অভিযোগ উঠল তার ভাই এবং ভাইপোর বিরুদ্ধে। আজ সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিদুপুর কলোনিতে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, মৃতের নাম শাহ জামাল মণ্ডল। বয়স ৫০ বছর। মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিদুপুর কলোনির বাসিন্দা তিনি। পাশেই বাড়ি অন্য ভাইদের। সূত্রের খবর, এদিন সকালে বড় দাদা নাজির মণ্ডলের ঘরের পাশে থাকা গাছ থেকে বেগুন তুলেছিলেন জামাল। সেই ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই আশরাফুল এবং ভাইপো এনামুলের সঙ্গে তীব্র বচসা বাঁধে। প্রত্যক্ষদর্শীরা জানান, অশান্তির মাঝে বাড়িতে পড়ে থাকা লোহার পাইপ দিয়ে আশরাফুল ও এনামুল নাকি জামালের মাথায় আঘাত করে এমনই অভিযোগ । রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জামাল।
তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর ঘটনার পর পলাতক অভিযুক্তরা । তাদের খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ।
