শর্তসাপেক্ষে শুভেন্দুর সভায় অনুমতি হাইকোর্টের ?

আগামী ২ তারিখ মালদহে সভা করার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সভার জন্য পুলিশের অনুমতি পাওয়া যায়নি। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি।

হাইকোর্টের নির্দেশ, শুভেন্দুর সভায় ৯ হাজার জনের বেশি সমর্থক উপস্থিত থাকতে পারবেন না এবং ৭০টির বেশি মাইক্রোফোন ব্যবহার করা যাবে না।শর্তসাপেক্ষে মালদহের চাঁচলে বিজেপির সভা করার অনুমতি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি বিশ্বরূপ চৌধুরী বুধবার এই নির্দেশ দিয়েছেন।

মামলাকারীর আইনজীবী আদালতে দাবি করেন, স্থানীয় এসডিপিও ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছেন যে নতুন বছরের সময় এলাকায় ভিড় স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। তাই এত মানুষের সমাগম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

মামলাকারীর আইনজীবী কোর্টে সওয়াল করেছেন, এই সভা নিয়ে রিপোর্ট দিয়েছেন এসডিপিও। তিনি বলেছেন, নতুন বছর উজ্জাপিত হবে। এত লোক নিয়ন্ত্রণ সম্ভব নয়। অপরদিকে, বিজেপির আইনজীবী এর পাল্টা সওয়াল করেন, ওঁর কোনও অধিকার নেই এ বিষয়ে নির্দেশ দেওয়ার। এরপর রাজ্যের আইনজীবী বিবেকানন্দ বসু বলেন, “পুলিশ এসডিও রিপোর্ট দেখিয়েছে। কারণ অনেক সমর্থকের আসার কথা। ১৫ হাজার লোক কীভাবে আসবে? তাঁরা যে যানবাহন ব্যবহার করবে সেগুলি নিয়ন্ত্রণ কীভাবে হবে? । এই সময় পুলিশের ব্যস্ত তুঙ্গে থাকে। লোক সংখ্যা কম করা হোক।” এরপরই বিচারপতি শর্তসাপেক্ষ অনুমতি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 − 1 =