দিন তিনেক আগেই তারা পৌঁছে ছিলেন পানামার হোটেলে। এবার সেই পানামা হয়ে আরও একটি বিমান ভারতে পাঠিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কাল সন্ধ্যায় নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামল সেই মার্কিন বিমান।

জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে যে ‘সাফাই’ অভিযানে নেমেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এটি তারই ফলাফল। বিমানে করে সেদেশে অবৈধ ভাবে বসবাসরত ১২ জন ভারতীয়কে এদিন দেশে ফেরালেন তিনি। যার মধ্য়ে ৪ জন পঞ্জাবের অধিবাসী। তিন জন হরিয়ানার। বাকিরা উত্তরপ্রদেশের। এর আগে ৫ই ফেব্রুয়ারি ১০৪ ও ১৬ই ফেব্রুয়ারি ১১৬ জন অবৈধ মার্কিন অভিবাসীদের ভারতে ফিরিয়েছিল আমেরিকা।

উল্লেখ্য, দিন কতক আগেই ‘সাফাই’ অভিযানে নেমে আমেরিকা থেকে মোট ৩০০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছিল মার্কিন পুলিশ। এরপর তাদের সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় মধ্য আমেরিকার পানামা প্রদেশে। সেখানকারই একটি হোটেলে বেশ কয়েকদিন হেফাজতে রাখা হয় সেই অবৈধ অভিবাসীদের।দেখা যায়, হোটেলের জানলা দিয়ে হাতে পোস্টার নিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে ‘প্রাণ ভিক্ষা’ চাইছেন সেই অবৈধ অভিবাসীরা। কারওর পোস্টারে লেখা, ‘আমাদের বাঁচান।’ কেউ আবার লিখেছে, ‘আমরা এখানে নিরাপদ নই।’

হেফাজতে থাকা সেই অভিবাসীদের মধ্য়েই নাকি ছিলেন আজ আগত অভিবাসীরাও। তবে সেখানে ৩০০ জনের মধ্য়ে ঠিক কতজন ভারতীয় নাগরিক ছিলেন তা জানা সম্ভব হয়নি। আজ সেই ভারতীয় তুরস্কের বিমানে চাপিয়ে ফেরানো হল দেশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =